যুদ্ধের মঞ্চেও প্রয়োজন বিনোদন। সারাদিন যুদ্ধের শেষে সৈনিকেরা বসে যেত বিনোদনের আসরে। বর্তমানে সমগ্র পৃথিবীর সামনে এক মূর্তিমান আতঙ্ক ‘করোনাভাইরাস’। এই করোনাকে পরাজিত করতে কোন ঢাল তলোয়ার নয় প্রয়োজন সচেতনতা।

মানুষের মধ্যে সচেতনতা তৈরীর জন্য এক ভিন্নধর্মী পন্থা বেছে নিয়েছেন যশোরের প্রতিভাবান যুবক মিন্টু ভদ্র। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী তিনি। সুযোগ পেলেই তার কলম থেকে জন্ম নেই চমৎকার চমৎকার কবিতা ও গীতিকাব্য। এবার তিনি করোনা সচেতনতা নিয়ে রচনা করেছেন পুঁথি।

এককালে চিরায়ত বাংলার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল পুঁথি। বহুকাল পূর্ব হতেই পুঁথির শ্লোকের মাধ্যমে গ্রামীন মানুষ জেনেছে অনেক গল্প-কেচ্ছা। এবার মিন্টু ভদ্র তার পুঁথির শ্লোকের মাধ্যমে জানিয়েছেন করোনাভাইরাস কী? করোনা প্রতিরোধে আমাদের কী করনীয়? 

মঙ্গলবার (৩১ মার্চ) করোনা প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে এমন অভিনব পুঁথি সামাজিক মাধ্যমে দ্রুতই দারুণ সাড়া ফেলে।

বিশ্বজিৎ মজুমদার, নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ