আমগাছের উপর খোদাই করে মায়ের মুর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কাঠ শিল্পী নিরঞ্জন বর্মন। পেশায় তিনি একজন কাঠ শিল্পী। 

মায়েরই নিজের হাতে লাগানো আমগাছ। ঘূর্ণিঝড় আম্পানে গাছটি পড়ে যায়। এরপর সেই আস্ত গাছটিকে মায়েরই স্মৃতির উদ্দেশে কেটে বানিয়ে ফেললেন তারই মায়ের আস্ত এক মূর্তি। 

মূর্তি শব্দটির আক্ষরিক অর্থ হল “অবয়ব”। সাধারণত পাথর, কাঠ, ধাতু অথবা মাটি দিয়ে মূর্তি নির্মাণ করা হয়। হাতুড়ি , ছেনির ঠোকায় চোখের সামনে ফুটে উঠে কত মূর্তি ৷ শিল্পীর হাতের সূক্ষ্ম ছোঁয়ায় রূপ পায় মনীষী-রাজা-রাজরারা ৷ 
  
ফার্নিচারের দোকানে একটি কাঠের ওপর নকশা করা এবং কাঠের মূর্তি বানানো এক কথা নয়।  কাঠের উপর মূর্তি তৈরির কঠিনতম কাজটাই সাফল্যের সঙ্গে করলেন কাঠ শিল্পী নিরঞ্জন বর্মন। 

করল না । এমন কি শিল্পীর ভাবাটাও আমি পায় না ।আমার এই প্রতিভা আমার কোন কাজেই লাগল না । সারা জীবন বেকারই রয়ে গেলাম, বেকারের জ্বালাই সহে গেলাম ।