উৎশৃংখল তুমি

একটা থমথমে পরিবেশ চলেছে
হঠাৎ বয়ে যাওয়া নদীর প্লাবন যার শেষ নেই , 
জোয়ার ভাঁটা দিবারাত্রি দিচ্ছে প্রসব ব্যথা !

সকল সন্ধ্যে রোজ উৎশৃংখল এক স্রোতস্বিনী,
তার পাড় ভাঙাতে বাঁধ ভাঙার কান্না‌ শুনেছি ।
ঝড়ে,বন্যায়,যুদ্ধে কখনো বাইরে,
কখনো বা ভিতরে নিভৃতে নিরব উদ্যানে আপন গৃহে।

ভুলতে চাই হঠাৎ করে আসা এই বেগের আভাস,
দূরত্ব রেখে পালের হাওয়ায় চলছে মনের নৌকা।
ভাবি তোমার স্রোতের অতিথি হয়ে চলি, 
যাতে তোমায় ভুলে না যাই পাছে!

তাই সর্বদাই চলে চলি তোমার সাথে,
অপেক্ষায় যদি তুমি ক্লান্ত অবসন্ন ‌হও একবার।
স্রোতস্বিনীর অকর্মণ্য দূরে রেখে,
সবটাতেই তোমাকে সাজিয়ে রাখবো হৃদয়ে।

একটু  বোঝো চাইছি তোমাতেই বেঁচে থাকি,
তোমারই খোলা আঁচলের তলে মরণের পরে।
তাই ফোটাই তোমারই ফুল মনে মনে,
আমার নন্দন কাননে চুপিসারে ... শুধু অপেক্ষাতে।

কবি: সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, কলকাতা