চাঁদ পরিভ্রমণকালে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবী থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য দেখায় (কিছু সময়ের জন্য) আর এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে।  

পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। তবে এবার ১০৫ বছর পর ২১ জুন (রবিবার) পূর্ণ সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছেন নাসা।

২১ জুনের সূর্যগ্রহণ সমগ্র বিশ্বে শুরু হবে সকাল ৯:১৫ মিনিট থেকে শেষ হবে বিকেল ০৩:৪ মিনিটে।