গর্ভাবস্থার পুরো সময়টাই সব মায়েরই নানা ধরনের আতঙ্ক ও চিন্তার মাঝে সময় কাটায়। বর্তমান করোনাভাইরাস পরিস্থীতিতে সেই চিন্তা আরো কয়েক গুণ বেড়ে গেছে কারণ মা যদি করোনা আক্রান্ত হয়ে পড়েন ।

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে মায়ের থেকে বাচ্চার শরীরে করোনা সংক্রমণের ভয় অনেকটা কম।  
 
ইউনিভার্সিটি অব নটিংহ্যামের গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত মায়ের দুধ পান করলেও নবজাতকের আক্রন্ত হওয়ার ঝুঁকি অনেক কম। 

গবেষক কেট ওয়াকার বলেন, সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে সংক্রমণের ভয় বেশি থাকে। এজন্য তাদেরকে মায়ের থেকে আলাদা রাখা ভালো৷ এসব শিশুকে মায়ের বুকের দুধ না দিয়ে চিকিৎসকের পরামর্শে অন্য খাবার দেওয়ার কথাও বলেছেন তিনি। 

গবেষকরা ৬৫৫ জন নারী এবং ৬৬৬টি শিশুকে নিয়ে পর্যবেক্ষণ করেছেন। ৩৬৪ নারীর অস্ত্রোপচার করে বাচ্চার জন্ম হয়েছে, তাদের মধ্যে ২০টি শিশুর করোনা পজিটিভ ধরা পড়ে এরং নর্মাল ডেলিভারি যাদের হয়েছে সেই ২৯২ জনের মধ্যে মাত্র ৮টি শিশু করোনা পজিটিভ  ধরা পরে। 

গর্ভকালীন সময়ে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।