বাঘারপাড়া (যশোর): যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রণজিত কুমার রায় করোনামুক্ত হয়েছেন।

দীর্ঘ ২২ দিন পর আজ মঙ্গলবার (৩০ জুন) তার সর্বশেষ করোনা টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে।

তার ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) তপন কুমার বিশ্বাস বাংলাদেশ দর্পণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে জননেতার করোনা নেগেটিভ আসার খবর ইতোমধ্যেই তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়েছে। আর তাতেই যেন সবার হৃদয়ের স্পন্দন ফিরে এসেছে। আগামীকাল তাকে যশোর সিএমএইচ থেকে ছাড়পত্র দেওয়া হবে। ছাড়পত্র পাওয়ার পরে তিনি যশোরে নিজ বাড়িতে উঠবেন।

উল্লেখ্য, গত ৮ জুন রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় এমপি রণজিত রায়ের কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর তিনি যশোর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: 

>> করোনায় আক্রান্ত এমপি রনজিৎ কুমার রায়

>> এমপি রনজিত রায়ের সুস্থতা কামনায় অগ্রণী ক্লাবের বিশেষ প্রার্থনা

>> সংসদ সদস্য রনজিত রায়ের সুস্থতা কামনায় এলাকাবাসীর প্রার্থনা

সন্দীপ মন্ডল, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম