ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজস্ব টুইটার একাউন্টে কোভিড-১৯ আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।

লকেট চ্যাটার্জী পশ্চিমবঙ্গের হুগলি লোকসভার সাংসদ। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভাপতি। তিনি জানান গত এক সপ্তাহ হালকা জ্বর থাকায় নিজেই আইসোলশনে ছিলেন। তারপর পরীক্ষা করে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন।

এছাড়া গত কয়েকদিন ধরেই জানা যায় যে বিজেপির অনেক নেতা-নেত্রীরই নাকি জ্বর। তাঁরা সবাই হোম আইসোলেশনে আছেন। তবে কে কে জ্বরে আক্রান্ত, তা জানা যায়নি। এরই মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন লকেট চট্টোপাধ্যায়।

আগেই করোনাভাইরাস নিয়ে দলের অভ্যন্তরে সতর্ক করা হয়েছে রাজ্য বিজেপিকে। দলের সমস্ত সংগঠনকে পথে নেমে কোনও কর্মসূচি করতে নিষেধ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম