বিশ্বের সপ্তাশ্চর্যের একটি তাজমহল। ভারতের আগ্রায় এর অবস্থান। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের স্মৃতিসৌধ বলা হয় একে। অবশ্য ইদানীং অনেকে এই সৌধকে প্রাচীন শিবমন্দির বলেও দাবি করেন। সে যা-ই হোক না কেন, তাজমহল শুধু ভারতের নয়, এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত তিন মাস ধরে বন্ধ রয়েছে এই অনিন্দ্যসুন্দর সৌধ। 

তবে সম্প্রতি এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রণালয়। সোমবার (৬ ‍জুলাই) থেকে এটি পুনরায় খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে দর্শনার্থীদের। প্রবেশের সময় মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিদিন গড়ে পাঁচ হাজার দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তাদেরকে দুই দলে ভাগ হয়ে যেতে হবে।

উল্লেখ্য, রবিবার (৫ জুলাই) ভারতে প্রায় ২৫ হজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত। দেশটিতে বর্তমানে মোট করোনায় আক্রান্ত সংখ্যা প্রায় ৭ লাখ। সংক্রমিত দেশের তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ।

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম