হ্যান্ড স্যানিটাইজার থেকে ভয়াবহ আগুন, মৃত্যুর সাথে লড়াই করছেন চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য।

ঢাকার হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক বড় হ্যান্ড স্যানিটাইজার থেকে ছোট বোতলে ঢালতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ হয়েছে। রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর।

মঙ্গলবার (২১ জুলাই) দিনগত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যার বিশ্ববিদবযালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর স্ত্রী অনূসূয়া সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্টার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য যার বয়স মাত্র ৫ বছর। মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে রাজিব দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।