এ বছর আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজন করেছিল ‘আমার জীবন আমার যোগ’ শীর্ষক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা। সম্প্রতি এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অনলাইনে। এই অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, যোগ আমাদের মানসিক চাপ কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

তিনি বলেন, করোনা মহামারির সময়ে আয়ুর্বেদ ও যোগ আমাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও মানসিক প্রশান্তি লাভে সাহায্য করে। নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম অনুশীলন, ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও আয়ুর্বেদের ভেষজ চিকিৎসা শরীরকে সুস্থ করে, মনকেও শান্ত করে। 

শুক্রবার অনলাইনে ভিডিও কন্ফারেন্সিংয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিজয়ী ১৮ জন প্রতিযোগীর পুরস্কার ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ীদের কাছে পুরস্কার পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

জাতীয় ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম