ঝিনাইদহ: সাগরী খাতুন নামের একজন  হতদরিদ্র মহিলা ভিজিএফ চালের স্লিপ পেয়ে মঙ্গলবার দুপুরে চাল নিতে আসেন ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়ন পরিষদে। তার কার্ডটি প্রদর্শন করা মাত্রই সেটি জাল বলে প্রমাণিত হয়। তার বাড়ি ওই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। 

এ রকম একাধিক দরিদ্র মানুষকে ভুয়া স্লিপ দেওয়ার কারণে তারা চাল পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান। তিনি বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সরকার প্রদত্ত ১০ কেজি ভিজিএফ চালের স্লিপ ইউপি মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হয়।

মঙ্গলবার হলিধানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ রকম কিছু জাল ভিজিএফ স্লিপ ধরা পড়ে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। তিনিও ঘটনার সত্যতা পান। 

৭ নং ওয়ার্ডের মেম্বার গোলাম কিবরিয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে জানান, তিনি মাত্র ৬টি জাল স্লিপ দিয়েছেন। কিবরিয়া মেম্বর আরো উল্লেখ করেন জাল স্লিপের কারণে চালের কমতি হলে তিনি কিনে দেবেন।

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম