ঢাকা: ভারতের আর্থিক অনুদানে সংস্কার হচ্ছে নাটোরের তিনশ’ বছরের পুরনো কালী মন্দির। শ্রীশ্রীজয়কালী মন্দির সংস্কারের জন্য ১ কোটি ৩৩ লাখ টাকা দিচ্ছে ভারত সরকার। শুধু নাটোরের জয়কালী মন্দির নয়, এছাড়াও শ্রীশ্রীআনন্দময়ী কালীমাতা মন্দির ও রামকৃষ্ণ মিশনেও আর্থিক সাহায্য করবে ভারত সরকার।

সোমবার (২৭ জুলাই) নাটোরের জয়কালী মন্দিরের সংস্কার কাজের শুভ সূচনা হয়েছে। অনলাইন প্লাটফর্মে এর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার ঋভা গাঙ্গুলি দাশসহ, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম ও নাটোরের মেয়র উমা চৌধুরি জলি।

ভারতীয় হাই কমিশনার ঋভা গাঙ্গুলি এই ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের প্রাচীন মন্দিরের সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একইসঙ্গে আগামী দিনেও ঐতিহ্য রক্ষায় সদর্থক ভূমিকা গ্রহণের অঙ্গীকার করেছেন।

মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নাটোরকে আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব। আমি আশাবাদী আগামী দিনেও প্রতিবেশী দেশ এভাবেই আমাদের পাশে থাকবে।