যশোর: ঈদুল আযহাকে সামনে রেখে ভীড় বেড়েছে যশোরের শপিংমল গুলোতে। ঈদের কেনাকাটা করতে সকল ধরনের দোকানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বাড়তি ভীড়ের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাও সম্ভব হচ্ছে না সবার পক্ষে।

ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে যশোরের বিপণীবিতানগুলোতে ভীড় জমাচ্ছে ক্রেতারা। ভীড় এড়াতে বাজারের অভ্যন্তরে ব্লক তৈরী করা হলেও তা পেরিয়ে বাজারে প্রবেশ করছে ক্রেতারা। শহরের কালেক্টরেট মার্কেট, সিটি প্লাজা শপিং কমপ্লেক্স, এইচএমএম রোডের বিভিন্ন দোকানে ক্রেতাদের পর্যাপ্ত ভীড় করতে দেখা যায়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় এসব দোকানে করোনা সুরক্ষা সামগ্রীর কোন ব্যবস্থা পাওয়া যায়নি। মাস্ক ছাড়াও অনেক ক্রেতাকে দেখতে পাওয়া যায়। 

উল্লেখ্য, যশোরে এখন পর্যন্ত ১৭০০-এর অধিক লোক কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

বেচাকেনা বাড়ায় দোকানিদের দাবির মুখে এখন যশোরের সকল দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। সচেতন জনসাধারণের বক্তব্য বাজারের এমন ভীড় করোনা সংক্রমণ বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলবে। যশোর বাজারে করোনা সচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গর্জে ওঠো’।

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম