ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণজনিত কারণে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৩৩ জন। মৃত্যুর মিছিলে এগিয়ে রয়েছে রাজধানী ঢাকা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫১ জন। সবমিলিয়ে দেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত এক দিনে সুস্থ হয়েছেন ১৭৬০ জন। এখন পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ৪৫ হাজার ৫৪৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৮ মার্চ করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে প্রথম একজন ব্যক্তির মৃত্যু হয়। এরপর মহামারি ছড়িয়ে পড়ে সারাদেশে।

জাতীয় ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম