পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম জন্মতিথি উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের উদ্যোগে অনলাইন ভিত্তিক বিভিন্ন আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবত গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও ধর্মীয় নৃত্যানুষ্ঠান।


এসব অনুষ্ঠান সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের ফেসবুক গ্রুপে প্রচারিত হবে। শ্রীমদ্ভবত গীতা পাঠ প্রতিযোগিতায় গত ৫ই আগস্ট থেকে গীতাপাঠের ভিডিও গ্রহন করা হচ্ছে। ভিডিও গ্রহন চলবে ১১ই আগস্ট রাত ১২টা পর্যন্ত। অনলাইনের ভিত্তিক এই গীতাপাঠ প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব আছেন মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার।

এছাড়াও ১২ আগস্ট রাত ৯টায় ধর্মীয় সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় কন্ঠশিল্পী পূজা নন্দিনী পাল। ১৩ আগস্ট ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন কানাই কৃষ্ণ খাঁ। ১৭ই আগস্ট নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেবেন পুরুষ্কার প্রাপ্ত নৃত্যশিল্পী সৌরভ কুন্ডু, দীপু মন্ডল ও সিঁথি ঘোষ।

সংগঠনের প্রধান সমন্বয়ক বিজন চৌধুরি জানান, করোনা ভাইরাসের জন্য সকল অনুষ্ঠান অনলাইন মাধ্যমে করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

 

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম