করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৫ তম। আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ পিছনে ফেলেছে পাকিস্থানকে। বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমানে ১ম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। করোনা আক্রান্ত হয়ে ১ম রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

গতকাল ২৩শে আগস্ট পর্যন্ত পাওয়া তথ্যমতে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। মোট মৃত্যুবরণকারী রোগী ৩৯০৭ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৭৫ হাজার জন।

আক্রান্তের তালিকায় শীর্ষ ২০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, স্পেন, চিলি, ইরান, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্থান, ইতালি, তুরস্ক, ফ্রান্স ও জার্মানি।

জাতীয় ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম