মমলেশ্বর মহাদেব মন্দির ভারতের মধ্যপ্রদেশের  খাণ্ডোয়া জেলাতে অবস্থিত। মমলেশ্বর মন্দিরটি নর্মদা নদী ও কাবেরী নদীর মান্ধতা দীপে অবস্থিত।

হিন্দুশাস্ত্র মতে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক শূর বিন্ধ্য মহাদেবকে প্রসন্ন করার কঠিন তপস্যা এবং জ্যামিতিক আঁকারে বালি ও পলির সহযোগে একটি শিবলিঙ্গ তৈরী করেন৷ ভগবান শিব শূর বিন্ধ্যের তপস্যায় প্রসন্ন হয়ে দুটি রূপে যথা- ওঙ্কারেশ্বর এবং অমরেশ্বর (বর্তমানে নাম মমলেশ্বর) আবির্ভূত হয়ে দেবনগরী ‘ওঁ’এর আঁকার ধারণ করে। সেই থেকে এই মন্দিরেটির নাম হয় ওংকারেশ্বর। মন্দিরে মাতা পার্বতী ও গনেশের মূর্তিও রয়েছে।

জনশ্রুতিতে হিন্দুপুরাণ অনুযায়ী, এই স্থানে দেব ও দানবদের মধ্যে ভয়ংকর যুদ্ধ হয়। সেই যুদ্ধে দানবকুল জয়ী হলে দেবতারা অপমান বোধ করেন এবং ভগবান শিবকে আহ্বান করেন। ভগবার শিব ওঙ্কারেশ্বর রূপে এসে দানবকুলের নাশ।