নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোমাই নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানিয়েছেন, সুনামগঞ্জের মধ্যনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণার উদ্দেশে যাচ্ছিল। পথে কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছুলে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

এদিকে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।