যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। শাহীন চাকলাদার যশোর-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শুণ্য হয়।

এদিকে উক্ত নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। তারা মনোনয়ন পাওয়ার জন্য দলের বিভিন্ন উচ্চ পর্যায়ে লবিং চালিয়ে যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম জোরেশোরে শোনা যাচ্ছে তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  হুমায়ুন কবীর কবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা।

এছাড়াও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

 

যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।
ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর।
১৪ই সেপ্টেম্বর রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম