সুশান্ত সিং রাজপুতের মূর্তি এবার স্থাপিত হল ভারতের আসানশোলে। শিল্পী সুকান্ত রায়ের হাতে তৈরি এই মোমের মূর্তিটি উন্মোচন করেছেন ভক্তদের জন্য।

<p>নিজের বাড়ির ওয়াক্স বা মোমের মূর্তির মিউজিয়ামে তিনি তৈরি করে ফেলেছেন সুশান্তের একটি মূর্তি। </p>

সুশান্ত সিং এর মৃত্যু তাঁর ভক্তরা এখনো মানতে পারছে না। সকলের একটাই প্রার্থণা সামনে আসুক সত্যিটা। ভক্তদের মনের কষ্ট কিছুটা লাঘব করতে ভারতের আসানশোলের শিল্পী সুকান্ত রায় তৈরি করলেন সুশান্ত সিং এর জীবন্ত এক মোমের মূর্তি।

<p>সেই মুখে হাসি, প্রণবন্ত লুক। সম্প্রতি সেই মূর্তিই উন্মোচন করা হল ভক্তদের জন্যে। </p>

শিল্পী তাঁর নিজের বাড়ির মিউজিয়ামে তৈরি করেছেন এই মূর্তিটি। সেই মুখের হাসি, প্রণবন্ত লুক সম্প্রতি সেই মূর্তিই উন্মোচন করা হল ভক্তদের জন্যে। 

<p>বাবার হাতের কাজ দেখে বরাবরই আপ্লুত মেয়ে। তিনি জানালেন, সুশান্ত তাঁর বরাবরই খুব প্রিয় ছিলেন। </p>

শিল্পী জানান, কেউ যদি সুশান্তের মূর্তি বানাতে চান, তিনি আরও বানিয়ে দেবেন। তাঁর বাড়িতেই তৈরি এই মিউজিয়ামে রয়েছে বহু স্টারের মোমের মূর্তি ।

<p>শিল্পী জানান, কেউ যদি সুশান্তের মূর্তি বানাতে চান, তিনি আরও বানিয়ে দেবেন। তাঁর বাড়িতেই তৈরি এই মিউজিয়ামে রয়েছে বহু স্টারের মোমের মূর্তি। <br /> </p>