আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামন্য অবদানের স্বীকৃতি স্বরুপ খুব মর্যাদার সাথে এ দিবসটি উদযাপিত হয়।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি  বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে উদযাপন করা হয়।

এই দিবসটি পালনে  এডুকেশন ইন্টার ন্যাশনাল  ( Education International -El) ও তার সহযোগী ৪০১ টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য  বিষয় নির্ধারন করে থাকে যা জনসচেতনায় বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার সাথে  সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরন করিয়ে দেয়।

এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, " শিক্ষার অধিকার মানে,  যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়ার অধিকার"।এর মাধ্যমে এটাই বলা হচ্ছে, যে শিক্ষার অধিকার প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক পাওয়ার অধিকার  ছারা অর্জন সম্ভব নয়।

এবছর (EI) সংস্থাটির সদস্যভুক্ত ১০০ দেশে ৪০১ টি শিক্ষক সংগঠন দিবসটি উদযাপন করছে। বিশ্বে শিক্ষকদের অবদানকে স্মরন করার জন্য জাতিসংঘেরর অঙ্গ সংস্থা উউনেস্কোর ডাকে দিবসটি পালন হচ্ছে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।