সম্প্রতি দেশজুড়ে লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩ টায় জেলা শহরের আখড়াবাজার ব্রীজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ১৩ টি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্লাটফর্ম কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে উক্ত মানববন্ধনে ১৯ টি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করে।

"ধর্ষণের বিরুদ্ধে হোক প্রতিবাদ, সকল অশুভ শক্তি নিপাত যাক" শ্লোগান আর ধর্ষকদের ফাঁসির দাবীতে মুখরিত হয়ে উঠে গোটা রাজপথ। এক, দুই, তিন, চার - ধর্ষক তুই বাংলা ছাড় সহ বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন নারী এবং পুরুষ স্বেচ্ছাসেবীবৃন্দ। এ সময় স্বেচ্ছাসেবী ফোরামের কর্মীগণ সকল অংশগ্রহনকারীর মাস্ক নিশ্চিত করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।  মানববন্ধন শেষে শ্লোগানে মুৃখরিত প্রতিবাদী মিছিল শহরের কালীবাড়ি মোড়, বটতলা হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন মুক্তমঞ্চে এসে নীরবতা পালন করে শেষ হয়। এ সময় ফোরামের স্বেচ্ছাসেবীরা ৮ দফা  দাবি উপস্থাপন করেন।

১. ধর্ষণ আইন পুনর্গঠনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।

২.ধর্ষনজনিত ঘটনা বা অপরাধের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন ও দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করতে হবে।

৩.ধর্ষিতার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।

৪.ধর্ষণ প্রতিরোধে আলাদা টাক্স ফোর্সের ব্যাবস্থা করতে হবে।

৫.শহরের অলি- গলিতে সি সি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।

৬.পূর্ববর্তী ধর্ষন বিষয়ক সকল মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

৭.দল, মত নির্বিশেষে ধর্ষককে বিচারের আওতায় আনতে হবে। 

৮.এদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

'আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই' শ্লোগানের মাধ্যমে কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবী ফোরাম উক্ত আয়োজনের সমাপ্তি ঘোষণা করে।

অর্জুন কর্মকার | কিশোরগঞ্জ প্রতিনিধি| বাংলাদেশদর্পন.কম