নেত্রকোনা: নেত্রকোনায় জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতায় মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৮ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রেসক্লাবের হলরুমে এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট(আইআইডি)ঢাকার সহযোগীতায় জনউদ্যোগ নেত্রকোনা এই মতবিনিময় সভার আয়োজন করে। 

বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী তাহেজা বেগম, জেলা উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ফখরুল হাসান প্রমুখ

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন," উচ্চমাত্রায় কার্বন নি:সরণের কারণে পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা অধিক হারে বেড়ে গেছে, এই অবস্থা চলতে থাকলে অচিরেই প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে।  এসময় জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয় সভায়।

নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি