নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর- শ্যামগঞ্জ সড়কে বিভিন্ন সংগঠনের নামে  সড়কপথে চাঁদাবাজী বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে আজ বুধবার জেলার দুর্গাপুরের বিরিশিরিতে এ কর্মসূচি পালন করে। 

ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুরের বালু মহাল থেকে ওই সমস্ত যানবাহনে করে বালু দেশের বিভিন্ন স্থানে  পরিবহন করা হয়। স্থানীয় কিছু নামধারী সংগঠন নামে, বেনামে প্রতি গাড়ি থেকে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করে চাঁদা আদায় করছে। 

বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না।এরই প্রতিবাদে দুর্গাপুরের বিরিশিরিতে সংগঠনের কার্যালয়ের  সামনে বুধবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কার্যকরী সভাপতি মো. শহিদুল ইসলাম, শ্রমিক নেতা উজ্জল মিয়া, মোতালেব, জজ মিয়া প্রমুখ।

নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি