যশোরে নারী ও মেয়ে শিশুদের অধিকার সুরক্ষাকারীদের অ্যাডভোকেসি, লবিং ও নেগোসিয়েশন বিষয়ক চারপর্বের কর্মশালার ৩য় পর্ব সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের 'সাপোর্টিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উইমেন অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের আওতায় ৮ নভেম্বর হতে ১০ নভেম্বর হোটেল সিটিপ্লাজা সভাকক্ষে ৩ দিনব্যপী উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

তিনদিনের আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকন, সাধারণ সম্পাদক আহসান কবির। বক্তব্যে অতিথিরা বলেন নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধ করতে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

তিনদিনের কর্মশালাটিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নিউজ নেটওয়ার্কের বিভাগীয় সমন্বয়ক ফারাজী সাঈদ বুলবুল।


কর্মশালায় অংশ নিয়েছেন আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, মিজানুর রহমান মুন, হাবিবুর রহমান মিলন, ইন্দ্রজিৎ রায়, শিকদার খালিদ , সরোয়ার হোসেন, মিলন খান, উত্তম ঘোষ, হাসফিকুর রহমান পরাগ, রাহুল রায়, অখিল চক্রবতী, সুমনা হেমব্রম, মানিক গাথিয়া, রুহিনা শারমিন এলিস, বর্নালী বিশ্বাস, তহমিনা বিশ্বাস, বিল্লাল হোসেন, বিথিকা বিশ্বাস, বিশ্বজিৎ মজুমদারসহ স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও ধর্মীয় নেতৃবৃন্দ।