যশোরের বাঘারপাড়ায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অপরাধে আটক সুমন পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুমন উপজেলার রায়পুর গ্রামের রনজিৎ কুমার পালের ছেলে। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।


গত ২২ ফেব্রুয়ারী পুলিশ আটক করে। তার অপরাধ একাদশী বার্তা ফেসবুক গ্রুপের একটি পোষ্ট সুমন পাল শেয়ার করে। পোষ্ট শেয়ার করাকে কেন্দ্র করে রায়পুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কওমী ওলামা পরিষদের নেতাকর্মীরা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এসে অবস্থান নেন।

 

বিদ্বেষমূলক এ পোষ্টে লেখা ছিলো,

চারটা বিয়ে করিনা।

অন্য ধর্মের মানুষের সম্পদকে গনিমতের মাল মনে করিনা।

জোর করে ধর্ম পরিবর্তন করিনা।

হিল্লে বিয়ে করিনা।

শ্বশুর হয়ে পুত্র বধূকে ধর্ষন করিনা।

৫৩ বছর বয়সে ৬ বছরের শিশু কন্যাকে বিয়ে করে ধর্ষন করিনা।

রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে বিয়ে অথবা যৌন মিলন করিনা।

বিশ্বের যেকোন দেশে হিন্দু পরিচয় দিলে, আমাদের জঙ্গী বলে ঘৃনা করেনা।

একাদশী বার্তা ফেসবুক গ্রুপের এ রকম ধর্মীয় বিদ্বেষমূলক পোষ্ট সুমন শেয়ার করার পর লতা ষ্টুডিও নামে রায়পুর বাজারে তার একটা ব্যাবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় পুলিশ সুমনকে আটক করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

যশোর প্রতিনিধি