কখনো মাজা ব্যাথা হয়নি এমন মানুষ পাওয়া দুষ্কর। বহু মানুষ আছেন যারা মাজা ব্যাথাকে জীবনের সঙ্গী হিসাবে মানতে বাধ্য হয়েছেন। বহু ডাক্তারের শরনাপন্ন হয়েও সমস্যার সমাধান হয়নি। তাদের ধারনা জীবনের শেষ পর্যন্ত ব্যাথা- যন্ত্রনাকে সাথে নিয়েই চলতে হবে। লক্ষ টাকার বিনিময়ে হলেও অনেকে ব্যাথার কষ্ট থেকে বের হতে চায়। কিন্তু যথার্ত পরামর্শের অভাবে তারা হতাশ হচ্ছেন। 


ব্যাথার কারণ যদি ঠিকমত আবিস্কার করা যায় তবে খুব দ্রুত রোগের মুক্তি ঘটে। অনেকের ধারনা মাজা ব্যাথা মানেই হাড় ক্ষয়। তবে তা নয়। মাজা ব্যাথা অনেক কারনে হতে পারে।

* পুরাতন আঘাতের কারনে মাজা ব্যাথা হতে পারে।
* আঘাত থেকে হাড় বৃদ্ধি হয়ে অনেক সময় মাজা ব্যাথা হয়।
* পুরাতন আমাশয়ের কারনে কখনো মাজা ব্যাথা হয়।
* কিডনি দুর্বল হয়ে মাজা ব্যাথা হয়।
* প্রস্রাবে ক্ষয় বা ক্ষত হলে মাজা ব্যাথা হতে পারে।
* বাধক ব্যাথার কারনেও মাজা ব্যাথা হতে পারে।
 
মাজা ব্যাথার সঠিক কারন উদ্ধার করে চিকিৎসা করতে পারলে রুগী অবশ্যই আরগ্য লাভ করবে। অনেক রুগী এসে বলেন যে, তারা মাজা ব্যাথার জন্য হাড়ের ডাক্তার দেখিয়ে লক্ষ টাকা ব্যায় করেও আশানুরুপ ফল পায়নি। গভীরভাবে ভেবে দেখা যায় যে, রুগীর আমজনিত কারনে মাজা ব্যাথা। আমাশয়ের চিকিৎসা করলে ঐ রুগীর মাজা ব্যাথা ভাল হয়ে যায়।