রাজ রাজেশ্বর গছের মন্দিরটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০৫ নং মদাপুর ইউনিয়নে অবস্থিত। মন্দিরটি দুিইশত বছরের পুরোনো বলে মনে করেন স্থানীয় লোকেরা। এই মন্দিরটিতে দুইটি বিশাল বটগাছ রয়েছে যা এই মান্দরের আকর্ষনের বিষয়। 

লোকমুখে শোনা যায়, এই গাছ দুটি বর্ষায় ভেসে এসেছিল এবং এই গাছ দুটিকে ঘিরেই তৈরি হয় মন্দির। প্রতিদিন এই মন্দিরটি দর্শনের জন্য দূর-দূরান্ত থেকে অনেক লোক আসে। শনি-মঙ্গলবার এলেই এখানে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।এছাড়া প্রতি বছর চৈত্র মাসে বারুনীর মেলাও বারুনীর স্নান অনুষ্ঠিত হয়। আগে মেলার পাশাপাশি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হত। শুধু সনাতনধর্মাবল্বী ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন বিভিন্ন মানত দিতে আসে এই মন্দির ও বটগাছের গোড়ায়।

তবে আগেরমত আর প্রাণ চঞ্চল নেই মন্দিরটি। দিনে দিনে মন্দিরের সকল অনুষ্ঠান কমে আসছে।