ঢাকার নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ৯৯৯ -এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ারসার্ভিসের চারটি ইউনিট। এরপর আগুনের তীব্রতা বাড়লে তাদের সাথে দুই দফায় যোগ দেয় আরো ৪টি ইউনিট। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে ৮টি ইউনিট।

এদিকে সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ছুটে আসেন আশপাশের লোকজন ও পথচারীরা। তারা ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভাতে স্থানীয় দোকানিদের সহায়তা করেন।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। 

তবে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। 

ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন।