মুঠোফোন অপারেটর গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে। গ্রামীণফোনের ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রাহকরা এখন থেকে নতুন সিম কার্ড কিনতে অথবা ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করতে পারবে। আগামী ৭ মার্চ থেকে গ্রাহকরা এটা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কয়েক মাস আগে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ফোনে ই-সিম সাপোর্ট করে। 

ই-সিমের পূর্ণ রূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের মতো এই সিম সহজে খোলা ও পরিবর্তনের সুযোগ থাকার পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে যুক্ত থাকে। শুধু আগে থেকে ইনস্টল করা ডিভাইসগুলোতেই ই-সিম কাজ করে। 


প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ