ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধীদের দাঙ্গায় পুলিশের একজন হেড কনস্টেবলসহ এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫৬ জন পুলিশসহ কয়েকশত দাঙ্গাকারী। উত্তর-পূর্ব দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সর্বশেষ পরিস্থিতি এখন শান্ত বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দিল্লিতে সিএএ-বিরোধী বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরী বৈঠকে বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-রাজ্যপাল ও পুলিশপ্রধানসহ শীর্ষ কর্তারা। 

মুখ্যমন্ত্রীর আহবানে কেন্দ্র সরকার ৩৫ কোম্পানি সিআরপিএফ নামিয়েছে দিল্লির রাস্তায়। দিল্লি পুলিশ ও সিআরপিএফের সমন্বিত প্রয়াসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দাঙ্গাকারীদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে না নিতে নির্দেশনা দিয়েছে দিল্লি প্রশাসন।

আরও পড়ুন: সিএএ-বিরোধীদের দাঙ্গায় পুলিশের মৃত্যু, রণক্ষেত্র দিল্লিতে প্রাণ হারালো ৭ জন