ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ জেলায় হিন্দুদের অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র প্রয়াগরাজ। সেখানে অবস্থিত নাগরাজ বাসকী'র মন্দির।
প্রতি বছর কুম্ভ,অর্ধকুম্ভ, মাঘ মেলা,নাগ পঞ্চমী'র সময় যে সকল তীর্থযাত্রী সেখানে তীর্থ দর্শনে যান এই নাগ বাসকী মন্দির দর্শন না করলে তাদের তীর্থ যাত্রা পূর্ণ হয় না।
মহাভারত মহাকাব্য অনুযায়ী বাসুকি হলো সর্পকুলের রাজা বা নাগরাজ। বাসুকি শিবের গলা পেঁচিয়ে থাকে। বাসুকির বোন হলো মনসা। হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতারা বাসুকিকে রজ্জু হিসেবে ব্যবহার করেছিলেন।
কালিকা পুরাণ মতে- বিষ্ণু ও লক্ষ্মী বাসুকির ফনায় শয়ন করেন এবং বাসুকি ফনাগুলো বিষ্ণুকে ছাতার মতো আচ্ছাদিত করে। বিষ্ণু পুরাণ মতে- বলরাম বাসুকির অবতার। বাসুকির অন্যান্য নাম―অনন্তশীর্ষ, অহিপতি, অহিরাজ, অহীন, অহীশ্বর, বাসুকি, শেষনাগ। বৌদ্ধ পূরাণে- বাসুকির উল্লেখ হয়েছে ধর্মীয় আসরে শ্রোতা আসনে।
বর্বর মুঘল বিদেশী শাসক আরঙ্গজেব যখন এই মন্দির আক্রমণ করে নাগ বাসকী মন্দিরের বিগ্রহ ভাঙ্গতে যান তখন নাগ বাসকী তার সামনে হাজীর হলে বর্বর আরঙ্গজেব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।