প্রখ্যাত সংগীতশিল্পী রবি চৌধুরী কোভিড -১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। তার ফেসবুকের বার্তাটি নিম্নরুপ
"করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাল্লাহ।
আপনাদের রবি চৌধুরী। বর্তমানে হসপিটালে ভর্তি আছি।"
পোস্টটিতে তিনি সবার কাছেও প্রার্থনা চেয়েছেন এবং আশা করেছেন যে দ্রুতই তিনি তার সংগীতের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবেন।
বিনোদন ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম