দেশে প্রথম ৭১ টাকায় প্রতি রাত থাকার জন্য মেয়েদের আবাসিক হোটেল চালু করলেন বিদ্যানন্দ। ঢাকায় নিকটাত্মীয় না থাকায় চাকরী কিংবা ভর্তির সুযোগ মিস করছেন অনেকে, আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে এসে বিপদে পরে যান, কিছু বাজে ঘটনার পর রাতের জার্নিতে ভয় পান অনেকেই। ফেরার উপায় না দেখে রেলস্টেশন কিংবা বাস স্ট্যান্ডে সারারাত কাটাতে দেখেছি মেয়েদের।
উৎসাহী বোর্ডারদের 01844546000 নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে হব। উল্লেখ্য এই হোটলের সকল কর্মকর্তা কর্মচারী হচ্ছেন নারী।
প্রশ্ন- ৭১ টাকায় আদৌ কি মান ভালো হবে?
উত্তর - আমরা যদি এক টাকায় খাবার বিক্রি করতে পারি, পাঁচ টাকায় প্যাড কিংবা সাত টাকায় নতুন জামা, সেখানে ৭১ টাকায় কেন ভালো মানের আবাসন দিতে পারবো না। আসলে এই প্রজেক্টের অনুদান দেন ফলোয়াররা, টাকা দিয়ে মান যাচাই করা বোকামি।
প্রশ্ন- নিরাপত্তা কেমন হবে?
উত্তর- আমাদের নিজেদের মেয়ে স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তারা এখানেই থাকেন। সিকিউরিটি ক্যামেরা কিংবা কয়েক স্তরের নিরাপত্তা দরজা করা হয়েছে।
প্রশ্ন- প্রাইভেট রুম এবং নাস্তা দেয়া হবে কিনা?
উত্তর - নিরুপায়দের জন্য এই উদ্যোগ। যারা বিশেষ সুবিধা চান, তাঁদেরকে বাণিজ্যিক হোটেল রিকমেন্ড করবো।
প্রশ্ন- ছেলেদের জন্য কেন নাই?
উত্তর - দেশে কম দামে বেশ ভালো আবাসন ব্যবস্থা আছে, যেখানে ছেলেরা থাকতে পারেন। মেয়েদের জন্য না দেখে এই উদ্যোগ নেয়া হয়েছে |