ব্যাসদেব রচিত মহাভারত নিয়ে তৈরি টিভি সিরিয়াল মানুষের কাছে পেয়েছে অনেক জনপ্রিয়তা। মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র হলো দুর্যোধন। আর দুর্যোধন চরিত্রে অভিনয় করেছেন অর্পিত রান্কার।
নেগেটিভ চরিত্রে দারুণ অভিনয় করে ফুটিয়ে তুলেছেন ধর্মের কাছে অধর্মের পরাজয়। মহাভারতে অভিনয়ের পর তিনি অর্পিত রান্কার অপেক্ষা দুর্যোধন নামেই বেশি পরিচিত। সম্প্রতি তিনি এবং তাঁর পরিবারের কিছু ছবি ফেসবুক মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজ আমরা তাঁরই কিছু অংশ তলে ধরবো।