ফ্রান্সে উগ্র ইসলামপন্থীদের পরপর কয়েকটি সহিংস হামলার পর অনেকগুলো মসজিদে নজরদারি করা হচ্ছে। এর মধ্যে এই প্রথমবারের মতো ৯টি মসজিদ বন্ধ করে দেওয়ার ঘোষণা এলো।

শনিবার (১৬ জানুয়ারি) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান এক টুইটার পোস্টের মাধ্যমে এ খবর জানান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ফ্রান্সের ১৮টি মসজিদ বিশেষ নজরদারিতে ছিল। এগুলোর মধ্যে গত কয়েক সপ্তাহে ধাপে ধাপে ৯টি মসজিদ ও মুসলিমদের ইবাদতের স্থান বন্ধ করে দিয়েছে। 

নিরাপত্তা সংশ্লিষ্ট শর্তাবলি পূরণ না করার অভিযোগে ওই ৯টি মসজিদ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে জানান, আমরা মূলত ইসলামী বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফ্রান্সের অন্তত ৭৬টি মসজিদের ওপর নিবিড় নজরদারির ঘোষণা দিয়েছিলেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ১৬ জানুয়ারি তিনি জানালেন দেশটির ৯টি মসজিদ বন্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশদর্পণ.কম