ইউরোর শুরুতেও আলো ছড়ালেন রোমেলু লুকাকু। তার জোড়া গোলে শিরোপার অন্যতম দাবিদার বেলজিয়াম পেল প্রত্যাশিত জয়। রাশিয়ার বিপক্ষে পুরোটা সময় আধিপত্য রেখে শুভসূচনা করল রবের্তো মার্তিনেসের দল।
রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বেলজিয়াম। লুকাকুর গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান তমা মুনিয়ে। শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু।
ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর বেলজিয়ামের চেয়ে ৩৭ ধাপ পেছনে রাশিয়া। দুই দলের মাঝে শক্তির পার্থক্যও বিস্তর। মূল পর্বের দেখায়ও ব্যবধানটা হলো স্পষ্ট।
নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার ডেনমার্কের মাঠে খেলবে বেলজিয়াম। আর বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে রাশিয়া।