মেকি দুনিয়া সাজে মিথ্যার মেক আপে। অন্যায় অর্বুদ ঢাকতে, রঙে নক্সায় অবয়বের বিকৃতি। যেন অদলবদলের ভেলকি!
ঢেকে রেখে নাটক রচে, এক মিথ্যা অহমিকার চোরা বাজারে! সভ্যতার কাঠাম বিধ্বস্ত! মেকি দুনিয়া সাজায় তারা, শুধু মিথ্যার মেক আপে। চোরাবালি স্তরে স্তরে জমে, তিরস্কারে নিমজ্জিত, চরম উলঙ্গ দুর্বল মানুষ্য সত্তা সমাজের অন্তরালে। শাসনের নামে, লুটতরাজ হয় আত্নার। মেকি দেয়ালের অন্তরালে ছদ্মবেশী দস্যুর থাবড়ে ধর্ষিতা দুনিয়া!
ব্যভিচারি ছদ্মবেশে মুছে দিয়েছে শ্রী। এসেছে মানবিকতায়, দূষণ নির্বিবাদে। মেকি দুনিয়া সাজে, মিথ্যার মেক আপে।
লেখক: জাকিয়া রহমান