ঝিনাইদহ: আজ ২৪ জুলাই শনিবার কোলা ইউনিয়নে ১০ পুলিশ সদস্যের একটি টিম নিয়ে কোলা বাজার, দামোদর পুর বাজার,গাজীর বাজার,সলুয়া বাজার এবং রামচন্দ্রপুর বাজার,সহ বিভিন্ন জায়গায় মহড়া  দিয়েছেন কোলা ক্যাম্প ইনচার্জ জীবন কুমার দাস।

 

এসময় তিনি কোলা বাজার  জনগণের  মাঝে  বিভিন্ন পরামর্শ দেন। সবাইকে  স্বাস্থ্যবিধি মেনে চলা, মুখে মাক্স  ব্যবহার ঝ সামাজিক  দূরত্ব বজায় রেখে চলাফেরা  করার জন্য অনুরোধ জানান।

 

তিনি বলেন,আপনারা  একমাত্র ওষুধ দোকান,কৃষি ভাইদের কীটনাশক ওষুধের দোকান,সার,বীজ তেল, মাছ বাজার,ছাড়া কোন দোকান খুলতে পারবেন না।
সবাই ১৪ দিনের এই কঠোর লকডাউন মেনে চলবেন।একমাত্র জরুরী কাজ ছাড়া কেউ ঘরের  বাইরে হবেন  না।

 

প্রান্ত বিশ্বাস, কালীগঞ্জ | বাংলাদেশ দর্পণ