নেত্রকোনা: নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা করোনা পজেটিভ হয়ে ঢাকা এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মারা যাওয়া ব্যাক্তিরা হচ্ছেন, নেত্রকোনা সদরের কুরপাড় এলাকার ৫৫ বছর বয়সী একজন নারী, সদরের ৩৩ বছর বয়সী একজন পুরুষ, আটপাড়া উপজেলার পালগাও এলাকায় ৩২বছর বয়সী একজন পুরুষ ও খালিয়াজুরী উপজেলার বল্লী এলাকার ৬০ বছর বয়সী একজন পুরুষ।
নেত্রকোনা সিভিল সার্জন মো: সেলিম মিয়া রবিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৭২ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৬৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪৬ জন এবং ২২জন নারী রয়েছেন।
এদিকে জেলায় নতুন ৬৮ জন করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, মোহনগঞ্জে ১৩ জন, দুর্গাপুরে ১৫ জন, খালিয়াজুরীতে ২জন, কেন্দুয়ায় ১ জন, বারহাট্টায় ৬ জন, পূর্বধলায় ১৬ জন, আটপাড়ায় ২ জন ও কলমাকান্দায় ৪ জন।
নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশ দর্পণ