খুলনার রূপসা উপজেলার শেয়ালী গ্রামের মল্লিকপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (বুধবার) বিকাল ৪ টায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ জেল শাখার উদ্যোগে জেলাশহরের কালীবাড়ি মোড়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সংগঠন সনাতন যুবশক্তি পরিষদের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশপূর্বক স্ব স্ব ব্যানারে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা খুলনার রূপসা উপজেলার মল্লিকপাড়া সহ সারাদেশে বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার দাবি করেন এবং সেই সাথে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠনের জোরালো দাবি জানান।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. ক্ষিতীশ দেবনাথ এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড সমর কান্তি সরকার।
অর্জুন কর্মকার, কিশোরগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ