‘যে মানুষকে ভালোবাসে, সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না’-বঙ্গবন্ধুর এ উক্তির প্রতিপাদ্যে সিলেটের ঝুমন দাসের মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জোবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, ছাত্রলীগ কর্মী শাহ মোহাম্মদ জুনায়েদ, মনোয়ার হোসেন সুবেলসহ আরো অনেকে।

বক্তারা সুনামগঞ্জের শাল্লা উপজেলার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মিথ্যা ও সাম্প্রদায়িক মামলায় কারা নির্যাতিত ঝুমন দাসের মুক্তির দাবী জানান।

এছাড়াও জেলার মদন উপজেলা প্রেসক্লাবের সামনে সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঝুমন দাসের মুক্তির দাবীতে আজ দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ