দিনাজপুর: বাংলাদেশ প্রেস ক্লাব দিনাজপুর  শাখার ৭ সদস্য বিশিষ্ট  আহব্বায়ক  কমিটি গঠন করা হয়েছে।

২৫শে সেপ্টেম্বর দিনাজপুর সদর কৃষাণবাজারের সিডিসি কার্যালয়ের সভাকক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ প্রেস ক্লাবের নির্দেশে গঠিত এই শাখা কমিটিতে সুবাণী প্রতিনিধি যাদব চন্দ্র রায় জেলা আহ্বায়ক, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি ফরহাদ রহমান খোকন যুগ্ম-আহ্বায়ক, দি বাংলাদেশ টুডে ও আজকের বিজনেস বাংলাদেশ কাহারোল প্রতিনিধি রশিদুল ইসলাম (টিপু) যুগ্ম আহ্বায়ক, দৈনিক উত্তরবঙ্গ স্টাফ রিপোর্টার চন্দন মিত্র যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়। 

দৈনিক আমাদের সংবাদ বীরগঞ্জ প্রতিনিধি মৃনাল রায় (শ্রীমন) সদস্য সচিব, জ্যোতির্ময় ও বাংলাদেশ দর্পণ প্রতিনিধি উত্তম কুমার রায় সদস্য সাংগঠনিক, জেলা ক্রাইম রিপোর্টার জনতার দলিল জেলা প্রতিনিধি মোরসালিন বাবলা অর্থ সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

জেলা আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে কিছু দিনের মধ্যে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।


প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ