খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি ধর্মসু বৌদ্ধ বিহারে ভিক্ষু খুন হয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সদর ইউপির ৪ নং ওয়ার্ডের ধর্মসুখ বৌদ্ধ বিহারের ভেতরে এই ঘটনা ঘটে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ভিক্ষু বিশুদ্ধ মহাথেরুর মরদেহ উদ্ধার করেছে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ।

তিনি আরও বলেন, বিশুদ্ধ মহাথেরুর শরীরে জখমের চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য আনুমং মগ বলেন, ভান্তে একা থাকার কারণে দুর্বৃত্তরা তাকে মেরে চলে যায়। এটা যারা করেছে তারা আগে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

ভান্তের ছোট ভাই ক্যাচিং মারমা বলেন, আমার ভাইকে রাতের আঁধারে মেরে বিহারের ভেতরে রেখে চলে গেছে। আমার ভাইয়ের কি অপরাধ। এটার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

 

প্রতিবেদক,বাংলাদেশ দর্পণ