জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্র মেসে আগুণ লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে আগুণের সূত্রপাত ঘটে। 


মেসের একটি এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে এ আগুণের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। 


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উত্তর দিকে অবস্থিত এ মেসটিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত শিক্ষার্থীরা থাকেন। 


রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুণ নেভানোর চেষ্টা করছে। 


এবিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।’ 


উল্লেখ্য, মেসটিতে প্রায় ৬০ জন শিক্ষার্থী থাকেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের ল্যাপটপ, বই খাতা ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


সজীব চন্দ্র দাশ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ