কিশোরগঞ্জে দুইশো পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
২৩ ফেব্রুয়ারি ২০২২, সময়- ১০:৩৮
কিশোরগঞ্জের পুলেরঘাটে অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে মো. আরমান(১৯) কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি এলাকার মৃত আশাদের ছেলে ও মো. আব্দুল সাত্তার(২৩) একই উপজেলার চর পুখিয়া এলাকার মো. জজ মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।
২২ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতগণ মাদক কেনা-বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অর্জুন কর্মকার | কিশোরগঞ্জ প্রতিনিধি