দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শ্রীকুশল বরণ চক্রবর্তীকে সভাপতি ও সুমন কুমার দাশকে সম্পাদক নিযুক্ত করা হয়েছে।


নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন সহ-সভাপতি পদে শ্রীশিবানন্দ দেব ও শ্রীশঙ্কর দত্ত। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন শ্রীমিঠুন দত্ত ও শ্রীরাজীব রায়। কোষাধক্ষ্য পদে শ্রীসুবিনয় কুমার সাহা ও ধর্মচক্র বিষয়ক সম্পাদক পদে শ্রীবিজয় দে।


এছাড়াও কমিটিতে উপদেষ্টা মন্ডলী হিসাবে আছেন শ্রীমৎ স্বামী তপনান্দগিরি মহারাজ, অধ্যাপক ড. নারায়ন চন্দ্র বিশ্বাস ও অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস। পৃষ্ঠপোষক হিসাবে আছেন শ্রীভানু লাল দে ও শ্রীঅদুল কান্তি চৌধুরি।


বিজ্ঞপ্তিতে জানানো হয় দ্রুত সম্মেলনের মাধ্যমে কমিটি পূর্নাঙ্গ করা হবে।