নেত্রকোনাঃ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জেলা ডিবি পুলিশ পরিদর্শক(ওসি) রফিকুল ইসলাম জানান,এস আই নাফিজুল ইসলাম,এএসআই হরিপদ পাল, এএসআই সোহেল রানা, ও এএসআই আরিফ আহমেদের নেতৃত্বে ডিবির একটি চৌকষ দল,
২১মার্চ রাতে জেলা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের মহিষাটি বাজারে অভিযান চালিয়ে ৩শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলহাদ মিয়া(৪৫) ও জজ মিয়া(৪২)কে আটক করে। আটক আলহাদ মিয়া লামছড়ি,নেত্রকোনার কালাচাঁনের ছেলে এবং আটক জজ মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মৃত বাদশা মিয়ার পুত্র।
এ ছাড়া একই দিন রাতে অন্য আরেকটি অভিযানে জেলা শহরের হাসপাতাল রোডে নাবিলা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১০ পিস প্যাথিডিন ও ১০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী শিপন মিয়া(২৮) ও ওমর ফারুক (২৬)কে আটক করা হয়। তারা উভয়েই জেলা শহরের কাটলী এলাকার বাসিন্দা।
এসব ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ