নেত্রকোণা : জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের পাশের রাস্তায়  অভিযান চালিয়ে  গাঁজাসহ একজনকে আটক করেছে। 


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে এএসআই সোহেল রানা, এএসআই হরিপদ পালের সহযোগীতায় গতকাল মঙ্গলবার রাতের দিকে দৌলতপুর প্রি ক্যাডেট স্কুলের সামনের সড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুরুল হক (৩৩) কে আটক করে।



পরে আটককৃত নুরুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ও  ১৯(ক) ধারায় বুধবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।



নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ