বাংলাদেশে যে সমস্থ সিনেমার হিট নায়ক আছেন তার মধ্যে রুবেল অন্যতম।  বিশেষ করে ক্যারাতে পারদর্শীতা তাকে অনন্য এক জনপ্রিয়তা দিয়েছিল সেই সময়ে। বলা হচ্ছে  মাসুম পারভেজ রুবেল অর্থাৎ নায়ক রুবেলকে নিয়ে। 


গত ২৪ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদে এসেছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের উদ্ভোধক হিসেবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরীর ক্লাব স্থাপন প্রকল্পের ক্যারাতে প্রশিক্ষনের শুভ উদ্ধোধন হয়ে গেলো গতকাল দুপুর ৩ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে। এদিন এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী  কর্মকর্তা জনাব মোঃ মহিনুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব এবং অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ গনমান্য ব্যক্তিবর্গ। 


পরে নায়ক রুবেল ক্যারাতে প্রশিক্ষনের শুভ উদ্ধোধন করেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্যারাতে বিষয়ক নানা জিজ্ঞেসার উত্তর দেন। এবং ক্যারাতের উপকারীতা নিয়ে আলোচনা করেন এবং হাতে কলমে শিখিয়ে দেন উপস্থিত শিক্ষার্থীদের।


সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও ক্যারাতে প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।


সাগর দে,

উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ